ঢাকা: ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের বিচার দাবি করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে এবং মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনটি।
বক্তারা বলেন, খুনিচক্র পরিকল্পিতভাবে একের পর এক মুক্তমনা মানুষদের ওপর নৃশংস আক্রমণ চালাচ্ছে। হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হওয়ায় আজকের এই পরিণতি।
আইন করে ধর্মভিত্তিক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, শ্রমিকনেতা রাজেকুজ্জামান রতন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ডা. মনীষা চক্রবর্তী, মৈত্রী বর্মন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫