লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন গ্রামে পুলিশের পরিচয় দিয়ে দুই প্রবাসীর বাড়িসহ তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা ওই তিন বাড়ি থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে চরফলকন গ্রামের প্রবাসী মহিন উদ্দিন, প্রবাসী মো. খোকন ও মৃত আক্তারুজ্জামানের বাড়িতে এ ডাকাতি হয়।
আহত সিরাজকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও প্রবাসী মহিন উদ্দিনের ভাই।
ক্ষতিগ্রস্ত প্রবাসী খোকন জানান, মধ্যরাতে পুলিশের পোশাক পরিহিত কয়েকজনসহ ১০/১২ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে। তবে দরজা না খোলায় তারা দরজা ভেঙে ঘরে ঢুকে। পরে মুখোশ পরা ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।
একইভাবে প্রবাসী মহিন উদ্দিন ও আক্তারুজ্জামানের ঘরেও পুলিশ পরিচয়ে ঢুকে নগদ টাকা, মূল্যবান মালামাল ও স্বর্ণলঙ্কারসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত তিন বাড়িতে গিয়েছি। বিষয়টির তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫