নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালকের মৃত্যু হয়েছে। আহত হয় চার পরীক্ষার্থী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ছমিরহাট-খাসেরহাট সড়কে বুশ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মো. রিপন (২২) উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্বচরবাটা গ্রামের আবু সুফিয়ানের ছেলে।
আহত পরীক্ষার্থীরা হলো, উপজেলার রামগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিবি আয়েশা (১৪), শাহিনা আক্তার (১৩), বিবি কুলসুম (১৫) ও জাহিদা আক্তার (১৪)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে রিপনের অটোরিকশা করে পূর্বচরবাটা গ্রামের রামগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ওই চার ছাত্রী তাদের এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল।
পথে বুশ মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রিপন নিহত ও চার পরীক্ষার্থী আহত হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫