ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকের বার্ন ইউনিটে দগ্ধ ট্রাক চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ঢামেকের বার্ন ইউনিটে দগ্ধ ট্রাক চালকের মৃত্যু

ঢাকা: পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক জাহিদ (৫০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে  মারা যান।

 

একই দুর্ঘটনায় আহত ট্রাকের হেলপার মো. সেলিম ও ট্রাকে থাকা প্রাণ-আরএফএল কোম্পানির গোডাউনের নিরাপত্তাকর্মী জুয়েল আহমেদ ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

জাহিদের মৃত্যুর খবরটি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হোসেন ও জাহিদের মামা শ্বশুর দুলাল।

আহত জুয়েল বাংলানিউজকে বলেন, গত ১২ ফেব্রুয়ারি প্রাণ ড্রিংস ‍‌এর খালি ক্যান নিয়ে চট্টগ্রাম থেকে নরসিংদীর উদ্দেশে রওনা হই। সন্ধ্যা সাড়ে ৭টায় নরসিংদীর ঘোরাশাল এলাকায় পৌছালে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আগুনে আমাদের তিন জনের শরীর জ্বলসে যায়।    

এক পর্যায়ে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী হাসপাতাল ও পরে উন্নত চিকি‍ৎসার জন্য রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বাংলানিউজকে বলেন, চলম‍ান সহিংসতার ঘটনায় এ পর্যন্ত বার্ন ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে।  

নিহত জাহিদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার আলীপাড়া গ্রামে। চট্টগ্রাম শহরের বৌ-বাজার এলাকায় ভাড়া থাকতেন। তার বাবার নাম মৃত ওয়াছি আহমেদ।  
 
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।