ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে খুন, স্ত্রী-ছেলেসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
নারায়ণগঞ্জে খুন, স্ত্রী-ছেলেসহ আটক ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় পারিবারিক কলহের জের ধরে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ বাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।



এ ঘটনায় পুলিশ বাবুলের স্ত্রী রিনা বেগম (৩০), ছেলে শাওন (১৪) ও রিনার ভাবী পাখিকে আটক করেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে প্রথমে মাথায় আঘাত ও পরে শ্বাসরোধ করে বাবুল মিয়াকে হত্যা করা হয়েছে। সকালে লাশ উদ্ধারের পর জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।