ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিএসসিএসসি গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ডিএসসিএসসি গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

ঢাকা: মিরপুর সেনানিবাসে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১৪-১৫ কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলেজের অফিসার্স মেসে নৈশভোজ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী প্রধান অতিথি হিসেবে অংশ নেন।



প্রধান অতিথির বক্তব্যে তিনি সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের এবং কলেজের কমান্ড্যান্ট ও সংশ্লিষ্ট  সবাইকে অভিনন্দন জানান।
   
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসসিএসসি কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক।

এ বছর ডিএসসিএসসি ২০১৪-১৫ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১২০ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ২৩ জন অফিসার, বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ জন অফিসার এবং বিদেশি ৫২ জন অফিসারসহ মোট ২১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

নৈশভোজে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরারসহ সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।