ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পরবর্তী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
পরবর্তী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের প্রস্তাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান সংকট সমাধানে ২০১৯ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে ২০ দলীয় জোটের সঙ্গে সরকারকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে সেভ হিউম্যান পিস অরগানাইজেশন বাংলাদেশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তোপখানা রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।



সংবাদ সম্মেলনে জানানো হয়, আদালত আরো দু’বার তত্ত্বাবধায়ক সরকার রাখার যে মত দিয়েছে তা আগামী ২০১৯ সালের নির্বাচনের জন্য পুনর্বহাল করে চলমান সংকট সমাধান করা যায় কিনা তা সরকার ও বিরোধীদলগুলোকে বিবেচনা করার জন্য উপস্থাপন করা হলো।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. হানিফ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সরদার শাহাদৎ হোসেন, সংগঠনের নেতা আব্দুর রহিম, ফয়েজ আহমেদ, মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।