পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে মাটি চাপা পড়ে বিকাশ রায় (১৮) নামে এক ট্রাক্টর (মাহিন্দ্র) শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তপন কুমার রায় (১৭) নামে অপর শ্রমিক গুরুতর আহত হন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী ইউনিয়নের শিবেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিকাশ রায় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের শিবেরহাট এলাকার সুত্রধর রায়ের ছেলে। আহত তপন কুমার রায় একই এলাকার ধনেস চন্দ্র রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার শিবেরহাট এলাকায় একটি পুকুর থেকে মাটি কেটে ট্রাক্টরে ভরছিলেন শ্রমিকরা। এ সময় ওপর থেকে পুকুরের পাড় ভেঙে পড়লে দুই শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই বিকাশ রায়ের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত তপন কুমার রায়কে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে স্থানান্তরের করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫