ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরের দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
মেহেরপুরের দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫ ছবি: প্রতীকী

 মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই গ্রামের মিল্টন হোসেন ও মজনু হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।


 
আহতদের মধ্যে মিল্টন হোসেনের সমর্থকরা হলেন- তফের আলী, তাইজেল হোসেন, মহিবুল ইসলাম, আলী হোসেন, দাইরুদ্দীন, শরীফুদ্দীন, জিয়ারুল ইসলাম, আশরাফুল ইসলাম, হামিদুল ইসলাম, সইফুদ্দীন, নাহিদ হোসেন ও পঞ্জতুল্লাহ।  
 
মজনুর রহমানের সমর্থকদের মধ্যে আহতরা হলেন- মজনু মেম্বর, আহসান আলী, বদর উদ্দীন, তোফাজ হোসেন, তজিবুর রহমান, মনজুরুল হক, মোশাররফ হোসেন, আকবর আলী, ওলিউর রহমান, মন্টু হক, মনিরুল ইসলাম ও বেদা।
 
সংঘর্ষ চলাকালে সময়ে উভয়পক্ষের মধ্যে পড়ে ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে তুহিন হোসেন (৮) গুরুতর আহত হয়েছে।
 
আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
মেহেরপুর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ইন্দ্রানী পাল বাংলানিউজকে জানান, আহতদের সবাই ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন।  
 
আহত কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মজনুর রহমান বাংলানিউজকে জানান, ১৪ ফেব্রুয়ারি (শনিবার) বিশ্ব ভালবাসা দিবসে শুভরাজপুর গ্রামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে লাইট চুরি করে প্রতিপক্ষের মমিনুল। এ ঘটনায় বুধবার বিকেলে আদিল হোসেনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মমিনুলকে মারধর করে আদিল।
 
শুক্রবার বেলা আড়াইটার দিকে আদিল হোসেন গ্রামের একটি সেলুনে চুল কাটাতে যান। এ সময় বুধবারের ঘটনার জের ধরে প্রতিপক্ষরা মমিনুল ও তাদের লোকজনকে মারধর করে। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।