ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
বরিশালে নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বরিশাল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করা হয়।



ন্যূনতম মজুরি আট হাজার টাকা, সমান কাজের সমান মজুরি, পারিবারিক সম্পত্তিতে নারীর অধিকার, অবাধে ট্রেড ইউনিয়ন করার নিশ্চয়তাসহ দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের দাবি নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় নারীশ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি নিগার সুলতানা হনুফার সভাপতিত্বে সম্মেলনের উদ্বাধন করেন জেলা মহিলা পরিষদের সভাপতি শিক্ষাবিদ রাবেয়া খাতুন।

বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপিকা টুনু রানী কর্মকার ও অ্যাডভোকেট একে আজাদ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে রাবেয়া খাতুন বলেন, নারীর মর্যাদা এবং অধিকার দেওয়া ছাড়া দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। আমাদের দেশে এখনও নারী শ্রমিকদের ক্ষেত্রে মজুরি বৈষম্য বিদ্যমান। পারিবারিকভাবেও নারী নানাভাবে বঞ্চনার শিকার হয়ে চলছে। এসব ক্ষেত্রে আইন নয়, নৈতিকতার পরিবর্তন ঘটিয়ে এর উন্নতি করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানের পর লাল পতাকা শোভিত একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলনস্থলে আসে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।