ঢাকা: জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ছোট ছেলে। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে অ্যাপোলো হাসপাতালের এক কর্মকর্তা বাংলানিউজকে মাশরাফির ছেলের সুস্থ হয়ে ওঠার খবর নিশ্চিত করেন।
কর্মকর্তা জানান, জ্বর নিয়ে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) মাশরাফির ছেলে হাসপাতালে ভর্তি হয়। সে এখন সুস্থ হয়ে উঠেছে।
ছেলের অসুস্থ হয়ে পড়ার দিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হয় টাইগাররা। ওই ম্যাচে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বোলিং নৈপুণ্যে ১০৫ রানের জয় পায় বাংলাদেশ দল।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫