ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে আকলিমা আক্তার কেয়া (১৩) নামের এক শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসীর খবরের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় উপজেলা প্রশাসন এ বিয়ে ভেঙে দেয়।
স্থানীয় উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার দুপুরে উপজেলার ৯ নম্বর কাকনী ইউনিয়নের হাটপাড়া গ্রামের আনিছুর রহমানের কন্যা আকলিমা আক্তার কেয়ার সঙ্গে ভালুকা উপজেলার এক ছেলের বিয়ের আয়োজন করা হয়।
বাল্য বিয়ে হচ্ছে বিষয়টি শুনে স্থানীয় এলাকাবাসী দ্রুত স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালকে জানায়। পরে বিকেলে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ বিয়ে ভেঙে দেয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা ফেব্রুয়ারি ২০, ২০১৫