ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ২০ দলের প্রতীকী অনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
গাইবান্ধায় ২০ দলের প্রতীকী অনশন

গাইবান্ধা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে গাইবান্ধায় প্রতীকী অনশন পালিত হয়েছে।  

শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে জোটের নেতাকর্মীরা।



কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, কামরুল হাসান সেলিম, কাজী আমিরুল ইসলাম ফকু, আলমগীর সাদুল্যা দুদু, আব্দুল মান্নান সরকার, আব্দুল হাই, অ্যাডভোকেট হানিফ বেলাল, রুবি আলম ও তমা বেগম প্রমুখ।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান বাবু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ হাবীব সোহেলসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।