ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বাংলা-ভারত চিকিৎসা বিনিময় কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সাভারে বাংলা-ভারত চিকিৎসা বিনিময় কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা উন্নয়ন ও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন হাসপাতালে কাজ করবেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সাভারে দু’দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতা ও দর্শন বিনিময় বিষয়ক কর্মশালায় ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা জানান।



সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ডা. এনামুর রহমান এমপি।

কর্মশালায় ভারতীয় চিকিৎসকরা জানান, বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য ভারতে যান। এখন থেকে চিকিৎসকরাই রোগীদের সেবা দিতে এবং সচেতন করতে বাংলাদেশে আসবেন।

চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কাজ করবেন তারা। এছাড়া হৃদরোগের অস্ত্রেপচার এবং পরবর্তী সেবার সচেতনতা বাড়াতেও কাজ করবেন তারা।
 

কর্মশালায় ভারতের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন ডা. দেবী প্রসাদ শেঠি যোগ দেন। এছাড়া যোগ দেন নারায়ানা হেলথ, কলকাতার নিউরোসার্জন ডা. পার্থ প্রতিম বিষ্ণু, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কুন্তল ভট্টাচার্য, নারায়ানা হেলথ ব্যাঙ্গালুরুর বোনম্যারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডা. সুনীল ভাট এবং স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ও সার্জন ডা.অর্চনা সাঞ্জিভা শেঠি।

রোটারি ক্লাব অব সাভার সেন্ট্রালের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রিন্স বাংলানিউজকে বলেন, বাংলাদেশ থেকে ভারত গিয়ে চিকিৎসা নিতে রোগীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। সে ভোগান্তি থেকে রোগীদের মুক্ত করতেই এ উদ্যোগ। আশা করি আমরা সফল হব।

কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসকরা নিজ নিজ ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ সংযোজন ও আধুনিক চিকিৎসা পদ্ধতি তুলে ধরেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন রোটারিয়ান মাকফুর, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন আহমেদ, রোটারিয়ান এনামুল হকসহ আরও অনেকে।

ভারত-বাংলাদেশ মৈত্রী কর্মসূচির অংশ হিসেবে কলকাতার রোটারিয়ান তরুণ চক্রবর্তী ও সাভারের রোটারিয়ান ইয়াকুব আলী প্রিন্সের উদ্যোগেই এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।