ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে মাধব মন্দির পরিদর্শনে ডেনমার্ক-সুইডেনের রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ধামরাইয়ে মাধব মন্দির পরিদর্শনে ডেনমার্ক-সুইডেনের রাষ্ট্রদূত

ধামরাই (ঢাকা): সাভারের ধামরাইয়ে অবস্থিত ঐতিহ্যবাহী মাধব মন্দির পরিদর্শন করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল অ্যাসকেয়ার ও সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেয়ারসেল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর একটায় তারা মন্দিরটি পরিদর্শনে যান।



এ সময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নন্দগোপাল সেনসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন ও স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের খোঁজখবর নেন।

এর আগে রাষ্ট্রদূতরা রানাপ্লাজায় ক্ষতিগ্রস্ত ১৮ জন শ্রমিককে নিয়ে মাধববাড়ি সুকান্ত বনিকের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পকারখানা ও মেটাল ক্রাফট কারখানা পরিদর্শন করেন।

বাংলাদেশে অবস্থিত ডেনর্মাক ও সুইডেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাদের সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।