ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে তিন কেজি গাঁজাসহ ফরুক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চৌরঙ্গী বাজার থেকে তাকে আটক করা হয়।
ফারুক রনহাট্টা গ্রামের আব্দুল কুদ্দুস আলী ওরফে হেকিমের ছেলে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত (ওসি-তদন্ত) সাইদুর রহমান বাংলানিউজকে জানান, ফারুক দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী বাজার থেকে গাঁজাসহ ফারুককে আটক করে পুলিশ।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসায় তল্লাশি করে আরো দুই কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫