ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ১৪ দলের গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
পঞ্চগড়ে ১৪ দলের গণমিছিল

পঞ্চগড়: পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে গণমিছিল করেছে ১৪ দল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি গণমিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে পঞ্চগড় শেরে বাংলা পার্কে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি আব্দুর মজিদ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।

বক্তারা অবিলম্বে বিএনপিসহ ২০ দলকে হরতালের নামে নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানান। সেই সঙ্গে খালেদা জিয়া সহ সব নাশকতাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।