ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সংবাদ পরিবেশনে সংসদের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সংবাদ পরিবেশনে সংসদের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতীয় সংসদের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) সংসদ বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান স্পিকার।



বাংলাদেশ পার্লমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাপাজাএ) সহযোগিতায় এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে পিআইবি। দিনব্যাপী এ প্রশিক্ষণে সংবিধান, কার্যপ্রণালীবিধি, সংসদীয় কমিটির রিপোর্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

স্পিকার বলেন, যেভাবেই রিপোর্ট করুন না কেন সংসদকে দেশ ও জাতির কাছে মর্যাদাপূর্ণ করার অগ্রণী ভূমিকা পালন করেন গণমাধ্যম ব্যক্তিরা। এক্ষেত্রে রিপোর্ট করার ক্ষেত্রে প্রজ্ঞা ও মেধার সমন্বয় থাকা অত্যাবশকীয়।

তিনি বলেন, সংসদ সবার জন্য একটি শিক্ষাকেন্দ্র। কেনন না এখান থেকেই দেশ জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বেরিয়ে আসে।

স্পিকার বলেন, সব পেশার জন্য অভিজ্ঞতার বিকল্প নেই। এক্ষেত্রে সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ অত্যাধিক গুরুত্বপূর্ণ। কেননা সংবিধান এবং কার্যপ্রণালী বিধির গুরুত্বপূর্ণ টার্ম এখানেই প্রয়োগ হয়ে থাকে।

বক্তব্য শেষে স্পিকার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

পিআইবির চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সচিব মরতুজা আহমেদ, পিআইবির মহাপরিচালক শাহ আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, বাপাজাএ’র সভাপতি দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।