ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন নাজমুল (৩০) ও ইয়াছিন (২৮) নামে দুই যুবক।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা পাইলট হাই স্কুল মোড় থেকে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের পাশে পাইলট উচ্চ বিদ্যালয় মোড়ে দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার হুমায়ূন কবির জানান, হালুয়াঘাট উপজেলার ভালুয়াকান্দা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে নাজমুল (৩০) ও ফুলপুর উপজেলার কাইসাপুর গ্রামের আব্দুল গনির ছেলে ইয়াসিন (২৮) ঢাকা যাচ্ছিলেন। পথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে জুস খাইয়ে তাদের অচেতন করে সঙ্গে থাকা হ্যান্ডসেট ও টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫