ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার প্রতিবাদে গোয়ালন্দে ১৪দলের গণমিছিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
নাশকতার প্রতিবাদে গোয়ালন্দে ১৪দলের গণমিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়ালন্দ (রাজবাড়ী): দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতা ও চোরাগোপ্তা হামলার প্রতিবাদে গোয়ালন্দে গণমিছিল করেছে ১৪ দল।  
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর জামতলা থেকে গণমিছিলটি শুরু হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
 
এ সময় বক্তব্য রাখেন- গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সুকুমার মণ্ডল, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুছ মোল্লা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল, ছাত্রলীগ সভাপতি এ বি এম বাতেন প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতালের নামে হত্যার রাজনীতিতে লিপ্ত হয়েছে।
 
এ সময় তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ১৪দলের নেতাকর্মীদের গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।