ঢাকা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দেখা করবেন তার আইনজীবীরা।
তার মৃত্যু পরোয়ানা বৃহস্পতিবারই (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারাগারে পাঠিয়েছেন।
আগ্রহ অনুযায়ী শনিবার সকালে পাঁচজন আইনজীবী তার সঙ্গে কারাগারে সাক্ষাত করবেন।
আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, শিশির মো.মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, মশিউল আলম ও মতিউর রহমান আকন্দ।
২০১৪ সালের ৩ নভেম্বর মানবতা বিরোধী অপরাধে জামায়াতের এ নেতাকে মৃত্যুদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর সুপ্রিম কোর্টের এ রায় বুধবার প্রকাশিত হয়।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫