ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সিলেটে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

সিলেট: সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হারুনুর রশিদ চৌধুরী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।



তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর ২৫ ফেব্রুয়ারি বাছাই, ৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহার এবং ১৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসার মো. হারুনুর রশিদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনী এলাকায় ৯৩২ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন পুরুষ ও ৪৮৫ জন মহিলা ভোটার রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।