মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্য ও হরতাল-অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভাটেরচর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- গজারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন মন্টু, গজারিয়া উপজেলা সৈনিক লীগের সভাপতি মো লিয়াকত আলী প্রধান, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সাগর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫