ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে ৫ স্তরের নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে ৫ স্তরের নিরাপত্তা ফাইল ফটো

সিলেট: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পাঁচস্তরের নিরাপত্তা।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধের কারণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও নগরজুড়ে বাড়তি নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সঙ্গে থাকছে র্যাব ও বিজিবি সদস্যরা। তবে কতসংখ্যক সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে জানাননি কর্মকর্তারা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারকে নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

বাংলানিউজকে তিনি জানান, ছক অনুসারে রাত ৯টা থেকে পাঁচস্তরের নিরাপত্তায় থাকবে শহীদ মিনার ও আশপাশের এলাকা। সেইসঙ্গে নগরজুড়ে থাকবে পোশাকে-সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ।

এছাড়া, জনসাধারণকে জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর চৌহাট্টা পয়েন্ট দিয়ে বেরিয়ে যেতে হবে।

রাত ৯টা থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান চলা পর্যন্ত জিন্দাবাজার চৌহাট্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান রহমত উল্লাহ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।