ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘মমতার সফরে অমীমাংসিত বিষয়ের সমাধান হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
‘মমতার সফরে অমীমাংসিত বিষয়ের সমাধান হবে’

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে তার সঙ্গে মমতার সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ আশাবাদ ব্যক্ত করেন।



প্রায় ৩৫ মিনিট বৈঠকে বাংলাদেশ এবং ভারতের ভেতর বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

সাক্ষাতে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, বিশেষত পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এসময় মমতা ব্যানার্জিও সাংস্কৃতিক সেতু বন্ধনের মধ্য দিয়ে দুই বাংলার সম্পর্ক এবং অন্যান্য অমীমাংসিত বিষয় সমাধানের আশ্বাস দেন। একইসঙ্গে দুই বাংলার যৌথ উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাবও রাখেন।

মমতা বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে পর্যটন খাতেও অপার সম্ভাবনা রয়েছে, বিশেষত পশ্চিমবঙ্গে। পাশাপাশি আগরতলা-ঢাকা-কোলকাতা রুটে সরাসরি বাস এবং খুলনা-কোলকাতা রুটে ট্রেন চলাচল চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

তিনি জানান, কলকাতায় ‘নজরুল তীর্থ’ এবং আসানসোলে ‘কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়েছে।

জবাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা এবং ‘নজরুল তীর্থ’ এবং ‘কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় মমতাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। এরমাধ্যমে প্রতিবেশী দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলেও ‍আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম, পশ্চিমবঙ্গের পল্লী উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ব্রাটিয়া বসু, সংসদ সদস্য দ্বীপক অধিকারী, অভিনেত্রী মুনমুন সেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মমতা রাষ্ট্রপতির বাসভবনে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

** তিস্তা নিয়ে আমার ওপর আস্থা রাখুন
** বঙ্গবন্ধুর বাড়ি আবেগাপ্লুত, মুক্তি আন্দোলনের বাড়ি
** কলকাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা ভবন গড়ে তোলা হবে
** দুই বাংলার মানুষের মনের কোনো বাউন্ডারি নাই
** বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মমতা

বাংলাদেশ সময়: ঘন্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।