জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের রাধাবাড়ী রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফরিদ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আটক যুবকরা হলেন- জয়পুরহাটের দস্তপুর গ্রামের খাজামদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (২৭) ও নিলফামারী জেলার কিসমত দলুয়া গ্রামের আব্দুল গণির ছেলে শাকিল হোসেন (৩২)।
পুলিশ জানায়, সন্ধ্যায় দুই যুবক পায়ে হেটে রেলগেট এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই এলাকায় থাকা টহল পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে দেহ তল্লাশি করা হয়।
ওসি ফরিদ হোসেন জানান, এ সময় একজনের পকেটে থাকা একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫