ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২৫

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ২৫ জন আহত হন।


 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  
 
আহতদের মধ্যে- গফুর, সুলতান, ইউনুস আলী, আনোয়ার হোসেন, আনোয়ারা, মমতাজ বেগম, বিনা, মর্জিনা থাতুন, হাওয়া বেগম, আবুবকর, সাইফুল ইসলাম, নিজাম, মিজানুর রহমান, ইউসুফ আলী, মোখলেছ, জোৎস্না, রাব্বী, ইসরাফিল, বর্ষা, সাদ্দাম ও বেইলার নাম জানা গেছে। বাকিদের নামপরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, পারপাড়া গ্রামের আব্দুল গফুরের আলু ও বেগুন ক্ষেতের কিছু অংশ প্রতিবেশী শহীদের ছাগল খেয়ে ফেলে। এনিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
 
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিলাল উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।