মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ২৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালিয়াঘাট ফুটানিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শামুকিয়া গ্রামের আবুল কালাম প্রামাণিকের ছেলে সুজন (২৫) ও একই গ্রামের আক্তার হোসেন প্রামাণিকের ছেলে কারিবুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, সন্ধ্যায় ফুটানিবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গাংনী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, নসিমনে করে দুই মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে যাচ্ছেন- এমন সংবাদে অভিযান চালায় পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের মেহেরপুর কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫