ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আউটারের বড়হরণ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ(আপ লাইনে) রয়েছে।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মহিদুর রহমান বাংলানিউজকে জানান, ইঞ্জিন বিকলের খবর পেয়ে আখাউড়া রেল জংশনে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বিকল ট্রেনটি সরানোর পর চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫