ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সহিংসতার চিত্র প্রদর্শনী ছাত্রলীগের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
কক্সবাজারে সহিংসতার চিত্র প্রদর্শনী ছাত্রলীগের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: “ মানুষ, তুমি মানুষ পোড়াও কোন মানুষের জন্য ” এ স্লোগানকে ধারণ করে কক্সবাজার শহরে সহিংসতার বিভিন্ন চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ আলোকচিত্রের উদ্বোধন করেন সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।



মানবতাবিরোধী দানবদের তাণ্ডবের প্রতিরোধে জেলা ছাত্রলীগের আয়োজনের এ অহিংস সংগ্রাম চলবে ২১ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত।

এ আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে সারাদেশে ঘটে যাওয়ার ঘটনার ৬০টিরও বেমি নাশকতার স্থিরচিত্র। পাশাপাশি রয়েছে অসংখ্যা ফেস্টুন। প্রদর্শিত হবে পেট্রোল বোমা ছোঁড়ার বীভৎসতার ৪টি প্রামণ্যচিত্র। যেখানে দেখানো হবে আগুনে পোড়া মানুষের কথা, ছেলে হারা মায়ের আহাজারির পাশাপাশি স্বজনদের কান্না আর রুখে দাঁড়ানো মানুষের কথা।

২ দিনব্যাপী এ ব্যতিক্রমী আয়োজনকে সফল করতে ও অমর একুশের স¥রণে শহরের সড়কে সড়কে আলপনাও আঁকছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ বাংলানিউজকে জানান, ছাত্রলীগ একটি প্রগতিশীল সংগঠন। ছাত্রলীগ দেশের দুঃসময়ের সাহসী সৈনিক। সারাদেশে ঘটে যাওয়া নাশকতার বিবরণ তুলে ধরে জেলার জনগণকে সচেতন করাই তাদের লক্ষ্য।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয় বাংলানিউজকে জানান, ৫৬ হাজার বর্গমাইল জুড়ে বিএনপি-জামায়াত জোটের লালিত দানবদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে পুড়ছে মানুষ, কাঁদছে দেশ। দেশের উন্নয়নকে ব্যাহত করতে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতের বীভৎস রুপটি জনগণের কাছে পরিষ্কার করতেই তাদের এ সংগ্রাম। আরো নতুন নতুন কর্মসূচি নিয়ে সহিংসতার প্রতিবাদে ছাত্রলীগ রাজপথে থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।