গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় খুকু মনি (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের উপজেলার কোচাশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খুকু মনি উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়ার জয়নাল আবেদীনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির পাশে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল খুকু মনি। পথে কোচাশহর এলাকায় গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জগামী সার বোঝাই একটি ট্রাক খুকু মনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
কোচাশহর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫