মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে একাধিক মামলার আসামি আজমত আলী নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বামুন্দী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজমত বামুন্দী গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, আটক আজমতের বিরুদ্ধে গাংনী থানায় ডাকাতি, বোমাবাজি ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।
তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার আদালতের মাধ্যমে মেহেরপুর তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫