ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ট্রেনে অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
না.গঞ্জে ট্রেনে অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ৬ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় বন্দর পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছসহ বন্দরের ৬ বিএনপি কর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা রেলওয়ে পুলিশ তাদের নিয়ে যায়।

তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, মামলার ডকেট জমা দেওয়া হয়েছে।

তবে মামলার তদন্ত ভার অন্য কারো ওপর ন্যাস্ত হচ্ছে বলে জানান তিনি।

ফারুক আরো জানান, মামলায় ইতোমধ্যে বন্দরের ৬ বিএনপি কর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার তাদের ঢাকার একটি আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ জানান, শুক্রবার ৬ জনকে নারায়ণগঞ্জ কারাগার থেকে জিআরপি পুলিশ নিয়ে গেছে।

গত ১৫ ফেব্রুয়ারি রাত ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে থাকা ডাউন ২৩৮ ট্রেনের দু’টি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এক কোটি ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে বাদী হয়ে মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা। নাশকতায় ২৫-৩০ জন জড়িত ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।