শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বেড়াতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আব্দুর রাজ্জাক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক শেরপুর সদর উপজেলার যুগনীমোড়া নামাপাড়া গ্রামের ছোরহাব আলীর ছেলে।
আহতরা হলেন-ইমন মিয়া (২০), ফারুক হোসেন (২১), ও শামীম মিয়া (২০)। তাদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার যুগিনীমোড়া নামাপাড়া এলাকার চার বন্ধু রাজ্জাক, ইমন, ফারুক, শামীম শুক্রবার দুপুরে মধুটিলা ইকোপার্কে বেড়াতে যায়। একপর্যায়ে বিকেলের দিকে তারা ইকোপার্কের উত্তর দিকের দুর্গম লালপাহাড়ে চলে যায়। লালপাহাড়ের গহীন বনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইমন, ফারুক, শামীম গুরুতর আহত হয় এবং রাজ্জাক ঘটনাস্থলেই মারা যায়।
বিকেলে স্থানীয় গরু রাখাল ও স্থানীয়রা লালপাহাড়ের ঢাল থেকে গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয় ইউপি জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়।
আহত ফারুক হোসেন জানায়, হামলার সময় দুর্বৃত্তরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মধুটিলা ইকোপার্কের নিকটবর্তী লালপাহাড় থেকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় তিন যুবককে উদ্ধার করা হয়েছে।
পরে অনেক খোঁজাখুঁজির পর লালপাহাড় এলাকা থেকে রাত সোয়া নয়টার দিকে আব্দুর রাজ্জাকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক(এসআই) আরিফ হোসেন বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫