সিলেট: সিলেটের কানাইঘাট সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ শিব্বির মিয়া (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪১) সুরাইঘাট সীমান্ত ফাঁড়ির সদস্যরা।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে হাবিলদার মন্টু মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে জনতার সহায়তায় সুরাইঘাট বাজার থেকে একটি রিভলবারসহ শিব্বিরকে আটক করা হয়।
উদ্ধারকৃত রিভলবারসহ তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫