সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ৩৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং চন্দনভাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তর গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে মো. জামিল আহমদ (৩২) ও পৌর সদরের ঠিকরবাড়ী এলাকার জমসীদ আলীর ছেলে জামাল আহমদ (৩২)।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন- চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশিকালে জামিল ও জামালের সঙ্গে থাকা ব্যগে ৩৯টি ফেনসিডিল পায় পুলিশ।
আটক জামিল আহমদ একটি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১,২০১৫