ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে গর্বিত মমতা

জেসমিন পাপড়ি ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে গর্বিত মমতা ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: মহান শহীদ দিবসের মতো একটি দিনে বাংলাদেশে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে খুবই গর্বিত বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধান তিনি।

এসময় তার সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের পর মমতা বলেন, ভাষা শহীদদের আমি স্যালুট জানাই। কলকাতাতেও সার্বজনীনভাবে এ দিবসটি পালন কর‍া হয়। আগামীতে আরো উৎসবমুখর পরিবেশে পালন করা হবে।

‘শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া এ বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে নিজেও গর্বিত’–বলেন মমতা।  

তিনি বলেন, একুশের এ দিনটিতে এভাবে সাক্ষী থাকা আমাদের মধ্যে অনেক আবেগ সঞ্চার ও হৃদয়ে আলোড়ন তৈরি করেছে। এ আলোড়নের কথা বলে বুঝানো যাবে না। ভাষা দিয়েও বুঝানো যাবে না।

শহীদের রক্তে রাঙা একুশে সব ভাষার মানুষের মাঝে গর্বের সঞ্চার করে। এদিনটিতে সব ভাষাভাষী মানুষ তাদের মাতৃভাষাকে স্মরণ করে, শ্রদ্ধা করে ও গর্ব করে বলেও জানান তিনি।  

শ্রদ্ধা জানানো শেষে সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কুশল জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে শনিবার (২১শে ফেব্রুয়ারি) মমতার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে কেন্দ্রীয় শহীদ মিনারেই কুশল বিনিময় হয়ে গেলো তাদের মধ্যে।

এ সময় মন্ত্রিসভার সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে ওপার বাংলার অভিনেতা দেবও বেশ উৎফুল্ল ও সম্মানিত।

তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারির এই দিনে বাংলাদেশে আসার সুযোগ পাবো ভাবিনি। এ সুযোগ করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই।

বাংলা ভাষাভাষীদের জন্য মঙ্গল কামনা করে তিনি বলেন, বাংলা ভাষার জন্য যে ত্যাগ বাংলাদেশিরা স্বীকার করেছেন এজন্য আমিও  গর্ববোধ করছি।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ২১ ফেব্রয়ারি ২০১৫

** ‘মমতার সফরে অমীমাংসিত বিষয়ের সমাধান হবে’
** বাংলা ভাষার সম্মান বঙ্গববন্ধুরই অবদান

** নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে শহীদ মিনার

** একুশে শহীদ মিনারে যাবেন যেভাবে (ম্যাপসহ)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।