ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
চান্দিনায় ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম



চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেছে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণ।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ স্মৃতিময় এই গানের চরণগুলো সমবেত কণ্ঠে উচ্চারণ করে শুক্রবার রাত ১২টা ১ মিনিট বাজতেই শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ শুরু হয়।

একে একে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ পুষ্পার্ঘ অর্পণ করে।

সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের পর একে একে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেকসহ সব মুক্তিযোদ্ধা, থানা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ, উপ-পরিদর্শক আব্দুল্লাহ-আল-মামুন, পৌর আওয়ামী লীগের পক্ষে পৌর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম কমিশনার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে কমল বক্সীসহ শিক্ষকবৃন্দ, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে জাহাঙ্গীর আলমসহ শিক্ষকবৃন্দ, পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করে।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।