খুলনা: খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে নগরীর শহীদ হাদিস পার্কের এ শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল নামে।
একুশের প্রথম প্রহরে সেখানে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট। এরপর খুলনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ জেলা ও মহানগর কমিটি, বিএনপি জেলা ও মহানগর কমিটি, জাতীয় পার্টি, খুলনা সিটি করপোরেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাসদ, শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
একুশের প্রথম প্রহর রাত ১২ টা ০১ মিনিটে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বাংলাদেশ সময় : ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫