ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ফুলে ফুলে ভরে গেছে শহীদ বেদি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
সাতক্ষীরায় ফুলে ফুলে ভরে গেছে শহীদ বেদি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে একুশের প্রথম প্রহর।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে।

ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন র‌্যালি নিয়ে উপস্থিত হন শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার উপস্থিতি। চলতে থাকে দেশাত্মবোধক গান ও আবৃত্তি।

রাত ১২টা ১ মিনিট। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনকে সঙ্গে নিয়ে প্রথমেই শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।

এরপর একে একে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, জেলা আওয়ামী লীগ, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, জেলা জাতীয় পার্টি, জেলা কমিউনিস্ট পার্টি, সাতক্ষীরা প্রেসক্লাব, জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা সাংস্কৃতিক পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সসহ দেড় শতাধিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।