রাজশাহী: ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। রাত ১২টা ০১ মিনিট হতেই ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদি।
অমর একুশের কর্মসূচির মধ্যে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করতে ফুল হাতে আসেন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
নগরের ভুবন মোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এছাড়াও সেখানে ফুল দেন ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসক্লাব, মেট্রোপলিটন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। তবে বিএনপির কোনো নেতকর্মীদের শহীদ মিনার এলাকায় দেখা যায়নি।
এদিকে দিবসটি উপলক্ষে প্রতিটি শহীদ মিনারে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ মোতায়নের পাশাপাশি ৠাব সদস্যরাও টহল দিচ্ছেন। গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।
প্রথম প্রহরের শুরুর পর থেকে নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে রাজশাহী কলেজ শহীদ মিনার, ভুবন মোহন শহীদ মিনার ও কোর্ট শহীদ মিনার এলাকা। ফলে রাত পৌনে ১টা পযর্ন্ত নগরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫