চান্দিনা (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ৪০ কি.মি. দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে এ যানজট শুরু হয়ে রাত দেড়টায় এ প্রতিবেদন লেখার সময়ও চলছিল।
২০ দলীয় জোটের ডাকা হরতাল থেকে মুক্তি পেয়ে অনির্দিষ্টকালের অবরোধ উপেক্ষা করে রাস্তায় নামলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দীর্ঘ যানজটের কবলে পড়েছে হাজার হাজার যাত্রী।
শুক্রবার সকাল থেকে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইভেটকার ও গণপরিবহন এক যোগে চলতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও বাড়তে শুরু করে। সন্ধ্যার পর থেকে এ যানজট বাড়তে থাকে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার পর থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত এলাকায় ফোর লেনের কাজ শেষ না হওয়ায় বেশির ভাগ এলাকাতে এক লেনে গাড়ি চলছে। উপরোন্তু পুরাতন সড়কের কয়েকটি স্থানে ব্রিজ নির্মাণ কাজ চলায় সে স্থানগুলোতে পুরাতন সড়ক থেকে নতুন সড়কের ক্রসিং হওয়ায় যানজট সৃষ্টি হয়।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলাধীন মাধাইয়া ও দাউদকান্দি উপজেলাধীন গৌরীপুর এলাকায় পৃথক দু’টি ক্রসিং এ বিক্ষিপ্ত যানজট চললেও সন্ধ্যার পর যানজট দীর্ঘ হতে শুরু করে।
রাত দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় মহাসড়কের পদুয়ার বাজার থেকে সৈয়দপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় বিক্ষিপ্ত যানজট থাকলেও বুড়িচং এর নিমসার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট চলছে। ২/১ মিনিট যানবাহনের চাকা ঘুরছে আবার ১৫-২০ মিনিট একই স্থানে অবস্থান করতে দেখা গেছে।
সিএনজি চালিত অটোরিকশা যাত্রী এনামূল হাসান বলেন, অটোরিকশায় করে রাত সাড়ে ১০টায় চান্দিনা থেকে ময়নামতি যাওয়ার উদ্দেশে রওনা করে রাত সাড়ে ১১টায় সৈয়দপুর পর্যন্ত পৌঁছেছি।
হাইওয়ে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) আসাদুজ্জামান জানান, হরতাল না থাকায় দূরপাল্লার যানবাহন ও পণ্যবাহী যানবাহনের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংখ্যা তিনগুণ বৃদ্ধি পাওয়ায় এবং নতুন ও পুরাতন সড়কের ক্রসিং গুলো ভাঙাচোরা থাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
সাজেন্ট আসাদ আরও জানান, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও যানজট নিরসনে নিরলস ভাবে কাজ করছে। কিন্তু চালকদের এলোপাথাড়ি ও প্রতিযোগিতামূলক মনোভাবে যানজট কমানো যাচ্ছে না। তারপরও আমরা শতভাগ সামর্থ দিয়ে চেষ্টা চালাচ্ছি। রাতের মধ্যেই যানজট নিরসন হবে বলে আশা করি।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, বর্তমানে যানজটের মূল কারণ মাধাইয়ায় পরপর দু’টি ক্রসিং। বর্তমানে নিমসার থেকে দাউদকান্দি পর্যন্ত যানজট চলছে।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫