ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাট শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
বাগেরহাট শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

দেশব্যাপী সহিংসতা বন্ধ, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে উদযাপিত হচ্ছে মহান আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস।



মার্তৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে-বাগেহাটের সংসদ সদস্য, জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

রাত বারোটা এক মিনিটে এ সব সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা  সমবেত হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
 
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত নারী সংসদ সদস্য হেপী বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে এসে ফুলেল শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।