ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় একুশের প্রথম প্রহরে হাজার মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
মাগুরায় একুশের প্রথম প্রহরে হাজার মানুষের ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: একুশের প্রথম প্রহরে মাগুরায় সর্বস্তরের মানুষ ফুল দিয়ে মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। এছাড়া পাড়া মহল্লায় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে দেখা গেছে স্থানীয়দের।

  

হাজার হাজার মানুষের উপস্থিতিতে রাত ১২টা ১ মিনিটে মাগুরা সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সেসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এমএস আকরব এমপি, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি,  বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তবে এ সময় জামায়াত বিএনপির কোনো নেতাকর্মীকে শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি।

একই সময় শহরের দরি মাগুরা এলাকায় কলাগাছ ও কাগজ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে পুষ্পস্তবক অর্পণ করেছে নারী শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন। একইভাবে শহরের সাহা পাড়ায়ও কাগজ, বাঁশ দিয়ে শহীদ মিনার তৈরি করে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছে স্থানীয়রা।  

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।