ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
যশোরে ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যশোরের সর্বস্তরের মানুষ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে যশোর এমএম কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।



এ সময় যশোর জেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর, জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের পক্ষে অধ্যক্ষ নমিতা রানী দাস, প্রেসক্লাব যশোর, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, জাতীয় পার্টি, সিভিল সার্জনসহ সর্বস্তরের মানুষ।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।