মেহেরপুর: একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে বাহান্নর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করেছে মেহেরপুরে সর্বস্তরের মানুষ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন, বাংলাদেশ পুলিশের পক্ষে পুলিশ সুপার হামিদুল আলম, মেহেরপুর ১-আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মহিলা এমপি সেলিনা আখতার বানু, পৌরসভার পক্ষে মেয়র মোতাচ্ছিম বিল্লা মতু, জেলা যুবলীগের পক্ষে সভাপতি সাজ্জাদুল আলম, ছাত্রলীগের পক্ষে বারিকুল ইসলাম লিজন, পুষ্পার্ঘ অর্পণ করেন।
এদিকে, গাংনী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর বাংলাদেশ পুলিশের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন ওসি (তদন্ত) মোক্তার হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের পক্ষে এমএ খালেক, মুক্তিযোদ্ধার পক্ষে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও নুরুল হুদা, জাতীয় পার্টি (এরশাদের) গাংনী উপজেলা শাখার আহ্বায়ক কেতাব আলী, উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক এমএ লিংকন, গাংনী প্রেসক্লাবের পক্ষে সভাপতি রমজান আলী ও সাবেক সভাপতি হারুন অর রশিদ রবি, গাংনী দোয়েল ক্লাবের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ দিবসের কর্মসূচি মোতাবেক শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ইউএনও আবুল আমিনের নেতৃত্বে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এদিকে, আমঝুপি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাদ, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন ইসলাম, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দলসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদী। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দ্যোগে নেওয়া হয়েছে নানা আয়োজন।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫