ঢাকা: বাংলা ভাষার প্রতি বাংলা ভাষাভাষীদের শ্রদ্ধা আর গৌরব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এনে দিয়েছেন বলে মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসার পর শুক্রবার তার টুইটার অ্যাকাউন্টে একথা লেখেন তিনি।
অপর এক টুইট বার্তায় মমতা লেখেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রধান রূপকার। এই মহান ব্যক্তিত্বের কাছে আমি বিনীত শ্রদ্ধা জানাই।
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা সফর করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এসময় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা জানালেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে সম্মানিত বোধ করেন তিনি।
তিনদিনের সরকারি সফরে তার সঙ্গী হিসাবে আছেন চলচ্চিত্রাভিনেতা, শিল্পী, রাজনীতিকসহ শিল্পপতিদের একটি একটি প্রতিনিধি দল। ২১ শে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা ত্যাগের কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫