ঠাকুরগাঁও: একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি।
এসময় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ উপস্থিত ছিলেন। এরপর একে একে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, উদীচীসহ সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
প্রতিবারের মতো এবারো কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেননি জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে তারা ঠাকুরগাঁও সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, বিএনপি বড়মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল না দিলেও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫