ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শহীদ মিনারে সর্বস্তরের বিনম্র শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
খাগড়াছড়িতে শহীদ মিনারে সর্বস্তরের বিনম্র শ্রদ্ধা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: একুশের প্রথম প্রহরে খাগড়াছড়িতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সব শ্রেণি-পেশার মানুষ।

রাত ১২টা ১ মিনিট থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।

তবে এর অনেক আগে থেকেই শহীদ মিনারের আশপাশে জনতার ভিড় জমে যায়।

শুরুতে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা পরিষদ, প্রেসক্লাব, রেড ক্রিসেন্টে, সাংবাদিক ইউনিয়নসহ জেলা আওয়ামী লীগ, সমীরণ দেওয়ান নেতৃত্বাধীন জেলা বিএনপি, জাতীয় পার্টিসহ সামাজিক, সাংস্কৃতিক, এনজিওসহ নানা সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এদিকে শনিবার সকালে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরি করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।