ময়মনসিংহ: মায়ের ভাষা বাংলার দাবিতে প্রাণ বিসর্জন দেওয়া জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিল জনতার।
একুশের প্রথম প্রহরে অশ্রুতে সিক্ত হয় শহীদ মিনারের প্রতিটি ফুল।
রাত ১২ টা ০১ মিনিটে শহরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকিম বিল্লাহ ফারুকী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক।
দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মযমনসিংহ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার।
এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমেল, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে শহীদ মিনারে পুস্তস্তবক অর্পণ করেন জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
পুস্পস্তবক অর্পণ শেষে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রসার এবং শহীদদের ত্যাগের কথা স্মরণে রাখলে মাতৃভাষা দিবসের অঙ্গীকার পূরণ হবে।
তিনি বলেন, কুসংস্কার ও কুপমন্ডুকতা দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরে জাতি আজ ঐক্যবদ্ধ। যারা এ রায় বানচালের স্বপ্ন দেখেন একাত্তরের চেতনার সৈনিকরা তাদের প্রতিহত করবে।
বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫